Header Ads

জিডি কাকে বলে?

প্রশ্নঃ জেনারেল ডায়েরী কাকে বলে? এতে কি কি লিপিবদ্ধ করা হয়।


জিডি কাকে বলে?

উত্তরঃ জেনারেল ডায়েরীঃ জেনারেল ডায়েরী ১৮৬১ সালে পুলিশ আইনের ৪৪ ধারা ফৌঃ কাঃ বিঃ ১৫৪, ১৫৫ ধারা পিঅরবি ৩৭৭ বিপি ফরম নং-৬৪ মূলে প্রস্তত ২০০ পৃষ্ঠাযুক্ত একটি মুল্যবান জরুরী রেজিষ্টার । একে জেনারেল ডায়েরী বা জি ডি বলে। এই রেজিষ্টার প্রতেক থানায় স্থায়ী-অস্থায়ী পুলিশ ফাড়ি ইত্যাদিতে ব্যবহৃত হয় । জেনারেল ডায়েরী কার্বন সংযোগে ০২ কপিতে লেখা হয়। প্রকিদিন সকাল ০৮:০০ ঘটিকার সময় ডায়েরী খোলা হয় এবং পরদিন সকাল ০৭:৫৯ ঘটিকার সময় বন্ধ করা হয়। এতে মাসিক ক্রমিক নং ব্যবহার করা হয় । পুলিশ আইনের ৪৪ ধারা ফৌঃ কাঃ বিঃ ১৫৪,১৫৫,ধারা, পিআরবি ৩৭৭ বিধি।
জেনারেল ডায়েরীর গুরুত্ব অপরিসীম । ইহাতে সংবাদ বা এন্টি জেলা প্রশাসক বা বিচারকগনের নিকট সাহ্ম্যরুপে ব্যবহৃত হয় । ইহাতে লিখিত বিষয়গুলি লিপিবদ্ধ করা হয়।
১.    থানায় মামলা রুজু হলে তার সংহ্মিপ্ত বিবরন লিপিবদ্ধ করা হয়।
২.    ধর্তব্য অধর্তব্য অপরাধের সংবাদ লিপিবদ্ধ করা হয়।
৩.    গরু, মহিষ, ও অন্যান্য পশু হারানোর সংবাদ মানুষ নিখোজ দলিলপত্র মুল্যবান কাগজপত্র হারানোর সংবাদ লিপিবদ্ধ করা হয়।
৪.    কোন আসামী গ্রেফতার হলে তার অপরাধের সংহ্মিপ্ত বিবরন থানায় হাজির ও কোর্টে প্রেরনের তারিখ ও সময় লিপিবদ্দ করা।
৫.    প্রাকৃতিক দৃর্যোগ বন্যা জলোচ্ছাস কলেরা মহামারী বজ্রপাতে নিহত আগুনে পুড়ে যাওয়ার ঘটনা লিপিবদ্ধ করা হয়।
৬.    থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার চার্জ গ্রহন করা এবং চার্জ বুঝিয়ে দেওয়া প্রহরী বদলী অফিসার ও কনষ্টেবলের ডিউটি বন্টন ডিউটিতে রওনা হয়ে যাওয়া ও হাজির হওয়ার বিবরণ লিপিবদ্ধ করা হয়।
৭.    থানার অফিসার ও কনষ্টেবলের কর্তব্যকর্মে গাফিলতি ও অসুস্থতার সংবাদ লিপিবদ্ধ করা হয়।
৮.    থানায়  মুলতবী মোকদ্দমা ও তদনÍকরী অফিসারের নাম অস্ত্র গুলির বিবরণ ও থানায় মুলতবী টাকার পরিমান লিপিবদ্ধ করা হয়।


উর্ধ্বতন কর্মকর্তা/কর্তৃপহ্মের নির্দেশে ০৫ বছর পর এ রেজিষ্টার নষ্ট করে ফেলা হয়। উধ্বতন কর্তৃপহ্মের বা ম্যাজিষ্ট্রেটের বিনা অনুমতিতে থানার কোন অফিসার ইহার কপি কাউকে দিতে পারবে না।

কোন মন্তব্য নেই