গ্রেফতার কাকে বলে?
প্রশ্নঃ গ্রেফতার কাকে বলে? গ্রেফতারের নিয়মাবলী আলোচনা করুন।
উত্তরঃ বাংলাদেশে বলবত আইনে গ্রেফতারের প্রকৃত সংঞ্জা দেওয়া নেই। তবে ব্রিটিশ আইনের গ্রেফতারের সংগা ভাবে দেওয়া আছে ।
ব্রিটিশ আইনে গ্রেফতারের সংঞ্জাঃ কোন ব্যক্তিকে আটক করার উদ্দেশ্যে তাকে হেফাজতে নেয়া কিংবা তার দেহ স্পর্শ করাই গ্রেফতার ।
কোন পুলিশ অফিসার বা অন্য কোন ব্যক্তি পরোয়ানা মূলে বা বিনা পরোয়ানায় আইনানুগ হ্মমতাবলে আইনসংগত উপায়ে কথা বা কার্য দ্বারা অপর কোন ব্যক্তিকে তার হেফাজতে আতœসমর্পন করতে বাধ্য করে নিজ হেফাজতে বা সরকারী হেফাজতে নেওয়াকেই গ্রেফতার বলে।ফৌঃ কাঃ বিঃ ৪৬ ধারা পিআরবি ৩১৬ বিধি।
গ্রেফতারের নিয়মাবলী ঃ
গ্রেফতারের নিয়মাবলী নিম্নে বর্ণিত হলোঃ
১. যাকে গ্রেফতার করা হবে তাকে গ্রেফতারের কারন সম্পকে জানাতে হবে । সে কথা বা কার্য দ্বারা গ্রেফতার মেনে না নিলে তার দেহ স্পস করে গ্রেফতার কার্যকর করতে হবে ।ফৌঃ কাঃ বিঃ ৪৬(১) উপধারা।
২. যাকে গ্রেফতার করা হবে সে যদি মূত্যুদন্ড বা যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত আসামী হয় তাহলে মূত্যু ঘটানো যাবে । যদি মুত্যুদন্ড বা যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত আসামী না হয় তাহলে মুত্যু ঘটানো যাবেনা।।ফৌঃ কাঃ বিঃ ৪৬ (৩) উপধারা
৩. যাকে গ্রেফতার করা হবে সে যদি গ্রেফতার এরানোর চেষ্টা করে তাহলে পুলিশ অফিসার প্রয়োজনিয় সকল ব্যবস্থা গ্রহন করবেন।ফৌঃ কাঃ বিঃ ৪৬ (২) উপধারা
৪. আসামী যদি কোন স্থানে বা গৃহে পালিয়ে থাকেন তাহলে পুলিশ অফিসার গৃহের মালিক কে গৃহের দরজা খুলে দেওয়ার জন্য অনুরোধ জানাবেন । উক্ত অনুরোধে গৃহের মালিক দরজা খুলে দিলে পুলিশ গ্রেফতার কার্যকর করবেন।ফৌঃ কাঃ বিঃ ৪৭ ধারা
৫. যদি গৃহের মালিক কে অনুরোধ করার পরও গৃহের দরজা খুলে না দেয় তাহলে পুলিশ অফিসার দরজা জানালা ভেংগে গৃহে প্রবেশ করে গ্রেফতার কর্যকর করবেন। ফৌঃ কাঃ বিঃ ৪৮ ধারা
৬. কোন আসামী আইনসংগত ভাবে গ্রেফতার করতে গিয়ে গৃহের ভিতর আটকা পরলে ভিতরের বা বাইরের দরজা জানালা ভেংগে বাহির হতে পারবেন। ফৌঃ কাঃ বিঃ ৪৯ ধারা
৭. আসামী পলায়ন রোধের জন্য যতটুকু হ্মমতা প্রয়োগ করা প্রয়োজন ততটুকু হ্মমতা প্রয়োগ করা যাবে । অতিরিক্ত ব্যবহার করা যাবে না। ফৌঃ কাঃ বিঃ ৫০ ধারা
৮. গ্রেফতারকৃত ব্যক্তিকে পুলিশ অফিসার দেহ তল্লাসী করিয়া পরিধয় বস্ত্র ব্যতীত অন্য যে সব জিনিষ পাওয়া যাবে তা পুলিশ অফিসার তালিকা প্রস্তত করে হেফাজতে নিবেন। পরবর্তীতে কোর্ট ম্যাজিষ্ট্রেটের নিকট তা পাঠাতে হবে। ফৌঃ কাঃ বিঃ ৫১ ধারা, পিআরবি ৩২২ বিধি
৯. গ্রেফতারকৃত আসামী যাদি মহিলা হন তাহলে পুলিশ অফিসার কোন বিশ^স্ত মহিলা দ¦ারা আসামীর দেহ তল্লাশী করতে হবে । ফৌঃ কাঃ বিঃ ৫২ ধারা
১০. গ্রেফতারকৃত আসামীর দেহ তল্লাশী করিয়া যাদি কোন অস্ত্র পাওয়া যায় তাহলে তা হেফাজতে নিতে পারবেন এবং ম্যাজিষ্ট্রেটের নিকট প্রেরন করবেন । ফৌঃ কাঃ বিঃ ৫৩ ধারা
উত্তরঃ বাংলাদেশে বলবত আইনে গ্রেফতারের প্রকৃত সংঞ্জা দেওয়া নেই। তবে ব্রিটিশ আইনের গ্রেফতারের সংগা ভাবে দেওয়া আছে ।
ব্রিটিশ আইনে গ্রেফতারের সংঞ্জাঃ কোন ব্যক্তিকে আটক করার উদ্দেশ্যে তাকে হেফাজতে নেয়া কিংবা তার দেহ স্পর্শ করাই গ্রেফতার ।
কোন পুলিশ অফিসার বা অন্য কোন ব্যক্তি পরোয়ানা মূলে বা বিনা পরোয়ানায় আইনানুগ হ্মমতাবলে আইনসংগত উপায়ে কথা বা কার্য দ্বারা অপর কোন ব্যক্তিকে তার হেফাজতে আতœসমর্পন করতে বাধ্য করে নিজ হেফাজতে বা সরকারী হেফাজতে নেওয়াকেই গ্রেফতার বলে।ফৌঃ কাঃ বিঃ ৪৬ ধারা পিআরবি ৩১৬ বিধি।
গ্রেফতারের নিয়মাবলী ঃ
গ্রেফতারের নিয়মাবলী নিম্নে বর্ণিত হলোঃ
১. যাকে গ্রেফতার করা হবে তাকে গ্রেফতারের কারন সম্পকে জানাতে হবে । সে কথা বা কার্য দ্বারা গ্রেফতার মেনে না নিলে তার দেহ স্পস করে গ্রেফতার কার্যকর করতে হবে ।ফৌঃ কাঃ বিঃ ৪৬(১) উপধারা।
২. যাকে গ্রেফতার করা হবে সে যদি মূত্যুদন্ড বা যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত আসামী হয় তাহলে মূত্যু ঘটানো যাবে । যদি মুত্যুদন্ড বা যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত আসামী না হয় তাহলে মুত্যু ঘটানো যাবেনা।।ফৌঃ কাঃ বিঃ ৪৬ (৩) উপধারা
৩. যাকে গ্রেফতার করা হবে সে যদি গ্রেফতার এরানোর চেষ্টা করে তাহলে পুলিশ অফিসার প্রয়োজনিয় সকল ব্যবস্থা গ্রহন করবেন।ফৌঃ কাঃ বিঃ ৪৬ (২) উপধারা
৪. আসামী যদি কোন স্থানে বা গৃহে পালিয়ে থাকেন তাহলে পুলিশ অফিসার গৃহের মালিক কে গৃহের দরজা খুলে দেওয়ার জন্য অনুরোধ জানাবেন । উক্ত অনুরোধে গৃহের মালিক দরজা খুলে দিলে পুলিশ গ্রেফতার কার্যকর করবেন।ফৌঃ কাঃ বিঃ ৪৭ ধারা
৫. যদি গৃহের মালিক কে অনুরোধ করার পরও গৃহের দরজা খুলে না দেয় তাহলে পুলিশ অফিসার দরজা জানালা ভেংগে গৃহে প্রবেশ করে গ্রেফতার কর্যকর করবেন। ফৌঃ কাঃ বিঃ ৪৮ ধারা
৬. কোন আসামী আইনসংগত ভাবে গ্রেফতার করতে গিয়ে গৃহের ভিতর আটকা পরলে ভিতরের বা বাইরের দরজা জানালা ভেংগে বাহির হতে পারবেন। ফৌঃ কাঃ বিঃ ৪৯ ধারা
৭. আসামী পলায়ন রোধের জন্য যতটুকু হ্মমতা প্রয়োগ করা প্রয়োজন ততটুকু হ্মমতা প্রয়োগ করা যাবে । অতিরিক্ত ব্যবহার করা যাবে না। ফৌঃ কাঃ বিঃ ৫০ ধারা
৮. গ্রেফতারকৃত ব্যক্তিকে পুলিশ অফিসার দেহ তল্লাসী করিয়া পরিধয় বস্ত্র ব্যতীত অন্য যে সব জিনিষ পাওয়া যাবে তা পুলিশ অফিসার তালিকা প্রস্তত করে হেফাজতে নিবেন। পরবর্তীতে কোর্ট ম্যাজিষ্ট্রেটের নিকট তা পাঠাতে হবে। ফৌঃ কাঃ বিঃ ৫১ ধারা, পিআরবি ৩২২ বিধি
৯. গ্রেফতারকৃত আসামী যাদি মহিলা হন তাহলে পুলিশ অফিসার কোন বিশ^স্ত মহিলা দ¦ারা আসামীর দেহ তল্লাশী করতে হবে । ফৌঃ কাঃ বিঃ ৫২ ধারা
১০. গ্রেফতারকৃত আসামীর দেহ তল্লাশী করিয়া যাদি কোন অস্ত্র পাওয়া যায় তাহলে তা হেফাজতে নিতে পারবেন এবং ম্যাজিষ্ট্রেটের নিকট প্রেরন করবেন । ফৌঃ কাঃ বিঃ ৫৩ ধারা
কোন মন্তব্য নেই