কোন কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার নাই বা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের পূর্ব শর্তগুলো কি কি?
কোন কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার নাই বা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের পূর্ব শর্তগুলো কি কি?
আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের পূর্বশর্তগুলো নিচে বর্ণনা করা হলোঃ
১। আত্মরক্ষার জন্য যতটুকু বল প্রয়োগ করা প্রয়োজন ততটুকু বল প্রয়োগ করা যাবে। কোন ক্রমেই ইচ্ছাকৃতভাবে তার অধিক বল প্রয়োগ করা যাবে না।
২। উপর্যুক্ত সরকারী কর্তৃপক্ষ যেমন- পুলিশ বা ম্যাজিষ্ট্রেটের সাহায্য নেয়ার মত সময় হাতে থাকলে সেখানে আত্মরক্ষার অধিকার থাকে না।
৩। সরকারী কর্মচারীর আইনগত কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার চলবে না। যদি না মৃত্যু বা গুরুতর জখমের আশংকা দেখা দেয়।
৪। প্রতিরক্ষার জন্য যতটুকু ক্ষতি করার প্রয়োজন ইচ্ছাকৃতভাবে তার অধিক ক্ষতি করা যাবে না।
দন্ডবিধি
আইনের
৯৯
ধারা। পিআরবি বিধি ১৫৩।
কোন মন্তব্য নেই