খুন কাকে বলে? আত্ম সংযম হারিয়ে ফেলে খুন করলে শাস্তি ভোগ করতে হবে কি?
খুন কাকে বলে? আত্ম সংযম হারিয়ে ফেলে খুন করলে শাস্তি ভোগ করতে হবে কি?
খুন কাকে বলে
যদি কোন ব্যক্তি অপর কোন ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে ব্যক্তিগত আক্রোশবশতঃ বা কোন হীন উদ্দেশ্যে চরিতার্থ করার জন্য পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করে তবে তাকে খুন বলে। দন্ডবিধি আইনের ৩০০ ধারা। খুনের শাস্তি দন্ডবিধি আইনের ৩০২ ধারা।
আত্ম সংযম হারিয়ে ফেলে খুন করলে শাস্তি ভোগ করতে হবে কি
দন্ডবিধি আইনের ৮৪ ও ৮৫ ধারার ব্যতিক্রম সাপেক্ষে আত্মসংযম হারিয়ে ফেলে খুন করলে তা খুন বলে গণ্য না হয়ে অপরাধজনক নরহত্যা বলে গণ্য হবে। এই ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিকে সাক্ষ্য আইনের ১১ ও ১০৫ ধারা অনুসারে অজুহাত আদালতে প্রমাণ করতে হবে। আত্ম সংযম হারিয়ে ফেলে খুন করলে অর্থাৎ অপরাধজনক নরহত্যা করলে দন্ডবিধি আইনের ৩০৪ ধারা মতে শাস্তি ভোগ করতে হবে।
কোন মন্তব্য নেই