আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলে কোন চোরের মৃত্যু ঘটানো যাবে কি ? আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলে কখন মৃত্যু ঘটানোর যে․ক্তিকতা রহিত হয়, সংক্ষেপে বর্ণনা করুন।
আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলে কোন চোরের মৃত্যু ঘটানো যাবে কি ? আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলে কখন মৃত্যু ঘটানোর যে․ক্তিকতা রহিত হয়, সংক্ষেপে বর্ণনা করুন।
প্রথমত, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে কোন চোরের মৃত্যু ঘটানো যাবে না। ফে․জদারী কার্যবিধি আইনের ৪৬(৩) ধারা মতে যাবজ্জীবন কারাদন্ড বা মৃত্যুদন্ডে দন্ডনীয় হবে এমন কোন অপরাধীকে গ্রেফতারের সময় যদি আসামী
গ্রেফতারকারী অফিসারকে বাধা দেয়া বা আক্রমণ করে তাহলে গ্রেফতারকারী অফিসার আত্মরক্ষার্থে গুলি করলে এবং তাতে আসামীর মৃত্যু হলে কোন অপরাধ হবে না। যেহেতু দন্ডবিধির ৩৭৯, ৩৮০, ৩৮১, ৩৮২ ধারা পর্যালোচনায় দেখা যায়, চোরের শাস্তি মৃত্যুদন্ড বা যাবজ্জীবন কারাদন্ড নয়, সেহেতু এক্ষেত্রে চোরের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যাবে না।
কিন্তু অপরদিকে দন্ডবিধির ১০৩(৪) ধারা মতে চুরি বা ক্ষতি করার জন্য বা অনধিকার গৃহে প্রবেশ করে এমন ভয় বা আতংক সৃষ্টি বা আক্রমণ করে যে, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ না করা হলে মৃত্যু বা গুরুতর জখমই হবে উহার পরিণতি সেক্ষেত্রে দন্ডবিধির ৯৯ ধারায় আরোপিত নিয়ন্ত্রণ সাপেক্ষে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। পিআরবি বিধি ১৫৩।
আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলে নিম্নলিখিত ক্ষেত্রে মৃত্যু ঘটানোর যে․ক্তিকতা রহিত হয়। যথা-
১। আত্মরক্ষার জন্য যতটুকু বল প্রয়োগ করা প্রয়োজন ঠিক ততটুকু বল প্রয়োগ করা যাবে। কোন ক্রমেই ইচ্ছাকৃতভাবে তার অধিক বল প্রয়োগ করা যাবে না।
২। উপর্যুক্ত সরকারী কর্তৃপক্ষ যেমন- পুলিশ বা ম্যাজিষ্ট্রেটের সাহায্য নেয়ার মত সময় হাতে থাকলে সেখানে আত্মরক্ষার অধিকার থাকে না।
৩। সরকারী কর্মচারীর আইনগত কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার চলবে না। যদি না মৃত্যু বা গুরুতর জখমের আশংকা দেখা দেয়।
৪। প্রতিরক্ষার জন্য যতটুকু ক্ষতি করার প্রয়োজন ইচ্ছাকৃতভাবে তার অধিক ক্ষতি করা যাবে না।
দন্ডবিধি আইনের ৯৯ ধারা, পিআরবি বিধি ১৫৩।
কোন মন্তব্য নেই