একজন পুলিশের দায়িত্ব ও কর্তব্য কনষ্টেবলের দায়িত্ব ও কর্তব্য এবং এ, এস, আই এর দায়িত্ব ও কর্তব্য আলোচনা কর।
প্রশ্নঃ একজন পুলিশের দায়িত্ব ও কর্তব্য কনষ্টেবলের দায়িত্ব ও কর্তব্য এবং এ, এস, আই এর দায়িত্ব ও কর্তব্য আলোচনা কর।
উত্তরঃ পুলিশ আইনের ২৩ ধারা, পিআরবি ১১৭, ১১৮,২০৮ বিধি অনুযায়ী পুলিশের দায়িত্ব ও কর্তব্যঃ
১. উপযুক্ত কর্তৃপহ্ম কর্তৃক প্রদত্ত সকল প্রকার বৈধ আদেশ দ্রুত পালন ও কার্যকারী করা
২. উপযুক্ত কর্তৃপহ্ম কর্তৃক প্রদত্ত সম্পকিত সংবাদ সংগ্রহ করা ও যথাস্থানে রিপোর্ট দান করা
৩. কোন অপরাধ সংঘটিত হতে দেখলে বা হবার সম্ভাবনা থাকলে তা প্রতিরোধ করা
৪. সর্বসাধারনের শান্তিরহ্মা সম্পর্কিত সংবাদ সংগ্রহ করা ও যথাস্থানে রিপোর্ট করা
৫. সর্বসাধারনের বিরক্তিকর কার্য অর্থাৎ পাবলিক নুইসেন্স নিবারন করা
৬. অপরাধীকে বিচারার্থে আদালতে সোপর্দ করা
৭. অপরাধের বৃত্তান্ত অনুসন্ধান বা উদঘটন করা
৮. আইনসঙ্গত ভাবে গ্রেফতারযোগ্য আসামীকে গ্রেফতার করা
উপরোক্ত কর্তব্যসমুহ পালনের জন্য সকল পুলিশ কর্মকর্তা যেকোন সরাবখানা, জুয়ার আড্ডা বা সন্ধিগ্ধ ও উচ্ছংখল চরিত্রের লোকদের সমাগমের স্থানে বিনা পরোয়ানায় প্রবেশ করিতে পরিবেন ও তথায় কি আছে , না আছে তাহা পরিদর্শন করিতে পারিবেন।
পুলিশ আইনের ২৩ ধারা অনুযায়ী কনষ্টেবলের দায়িত্ব ও র্কতব্যঃ
১. উপযুক্ত কর্তৃপহ্ম কর্তৃক প্রদত্ত সকল প্রকার বৈধ আশেদ দ্রুত পালন করা।
২. উপযুক্ত কর্তৃপহ্ম কর্তৃক প্রদত্ত সকল প্রকার বৈধ পরোয়ানা জারি ও পালন ও কার্যকারী করা।
৩. সর্বসাধারনের শান্তিরহ্মা সম্পকিত সংবাদ সংগ্রহ করা ও যথাস্থানে রিপোর্ট করা
৪. কোন অপরাধ সংঘটিত হতে দেখলে বা হবার সস্তবনা থাকলে তা প্রতিরোধ করা
৫. সর্বসাধারনের বিরক্তিকর কার্য অর্থাৎ পাবলিক নুইসেন্স ুনিবারন করা
৬. অপরাধের বৃত্তন্ত অনুসন্ধান বা উদঘাটন করা
৭. অপরাধীকে বিচারার্থে আদালতে সোর্পদ করা
৮. আইনসঙ্গত ভাবে গ্রেফতারযোগ্য আসামীকে গ্রেফতার করা।
৯. পুলিশ বিভাগের জরুরী ডাক বিলি করা
১০. সাহ্মীদের কোর্টে হাজির করা
১১. উর্ধ্বনত আফসারের সাথে দাঙ্গা- হাঙ্গামা ও গোলযোগ দমন করা
১২. গ্রাম সফর করে অপরাধীদের তথ্য সংগ্রহ করা
১৩. সরকারী কাজে ফেটিক ডিউটি করা। পিআরবি ১৬৪ বিধি
১৪. ময়না তদন্তের জন্য লাশ স্কট করা ও তদন্তকারী অফিসারেকে তদন্তে সাহায্য করা পিআরবি ৩০৮,৩০৫ বিধি
১৫. এলাকার নিরাপত্তা নিশ্চিতকল্পে রোড টহল ডিউটি করা
১৬. গুরুত¦হীন কেরানীয় কাজ করা
একজন এ,এস, আই এর দায়িত্ব কর্তব্য সমুহঃ
১। একজন এ,এস আই এর প্রধান কাজ হলো থানার দারোগা কে সাহায্য করা। মামলার এফ,আই,আর জেনারেল ডায়েরী, কেস ডায়েরী, ভি.সি.এন.ভি ইত্যাদি ব্যতীত এ,এস, আই থানার সকল রেজিষ্টার লিপিবদ্ধ করবেন এবং এই সকল রিটার্ন রেজিষ্টারের জন্য তিনি দায়ী থাকবেন। পিআরবি ২০৭ বিধি
২। যখন ওসি এবং জনিয়র এস,আই অনুপস্থিত বা অসুস্থ থাকে সে হ্মেত্রে ফৌঃ কাঃ বিঃ ৪(ত) ধারা এবং পিআরবি ২০১ বিধি। মোতাবেক সিনিয়র এ,এস,আই ওসির দায়িত্ব গ্রহন করতে পারেন। এই সময় কোন ধর্তব্য অপরাধের সংবাদ এলে মামলা রুজু সহ প্রাথমিক তদন্তভার গ্রহন করে আসামী গ্রেফতার , লুন্ঠিত মালামাল উদ্ধার সহ যাবতীয় কাজ সমাধান করবেন। পিআরবি ২০৭(গ) বিধি
৩। ফৌঃ কাঃ বিঃ ১৭৪(১) ধারা, পিআরবি ২৯৯ বিধি মোতাবেক অস্বাভিক মৃত্যু মামলা তদন্ত করতে পারবেন ।মামলা তদন্তের ফলাফল এবং বিস্তারিত বিবরণ জেলার পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার সহকারী পুলিশ সুপার সকর্কেলকে অবহিত করা। ফৌঃ কাঃ বিঃ ১৫০ধারা, পিআরবি ১২০ ধারা পুলিশ আইনের ২৩ ধারা
৪। রাত্রিকালে টহল ডিউটি, গ্রেফতারী পরোয়ানা তামিল, গার্ড ডিউটি , আসামী স্কট ডিউটি, কারেন্সি স্কট ইত্যাদি কাজ সম্পাদান করা।
৫। উপযুক্ত কর্তৃপহ্মের সকল বৈধ আদেশ পালন করা সহ খারাপ চরিত্রের লোকদের প্রতি নজর রাখা এবং জনগনের সার্বিক শান্তি-শৃঙ্খলা রহ্মা করা
৬। ইহা ছাড়াও একজন এ,এস আই কে পিআরবি ১৯,৩০০,৩৭৬,৪২০ বিধি অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে
কোন মন্তব্য নেই