বেওয়ারিশ সম্পতি ও সন্দিগ্ধ সম্পতি কাকে বলে? পুলিশ কি তা আটক করতে পারে। এ সম্পত্তি নিস্পত্তির বিয়য়ে আলোচনা কর।
প্রশ্নঃ বেওয়ারিশ সম্পতি ও সন্দিগ্ধ সম্পতি কাকে বলে? পুলিশ কি তা আটক করতে পারে। এ সম্পত্তি নিস্পত্তির বিয়য়ে আলোচনা কর।
উত্তর ঃ বেওয়ারিশ সম্পত্তিঃ যে সম্পত্তির কোন ওয়ারিশ, মালিক বা দাবিদার খুজে পাওয়া যায় না বা মৃত ব্যক্তির পরিত্যাক্ত সম্পত্তি কে বেওয়ারিশ সম্পত্তি বলে। ফৌঃ কাঃ বিঃ ৫২৩ ধারা পুলিশ আইনের ২৫ ধারা পিআরবি ২৫১(১) বিধি।
সন্দিগ্ধ সম্পত্তিঃ চোরাই বলে সন্দেহযুক্ত বা আপরাধের সাথে সংশ্লিষ্ট সন্দেহজনক ভাবে পরিত্যাক্ত সম্পত্তিকে সন্দিগ্ধ সম্পত্তি বলে। ফৌঃ কাঃ বিঃ ৫৫০ ধারা পিআরবি ৩৭৯ (খ) বিধি।
নি¤œলিখিত আইনের বলে পুলিশ বেওয়ারিশ ও সন্দিগ্ধ সম্পত্তি আটক করতে পারেঃ
১. ফৌঃ কাঃ বিঃ ৫১ ধারা মোতাবেক আটক ব্যক্তির দেহ তল্লাশী করিয়া চোরাই বলিয়া সন্দেহ হইলে বা সন্দেহজনক পরিস্থিতিতে পাওয়া গেলে পুলিশ সেই সম্পত্তি আটক করিতে পারবেন। পিআরবি ৩২২ বিধি।
২. বেওয়ারিশ বা মালিক বিহীন সন্দিগ্ধ সম্পত্তি পাওয়া গেলে পুলিশ অফিসার সাহ্মীদের উপস্থিতিতে উক্ত সম্পত্তি জব্দ তালিকা মূলে জব্দ করতে পারেন । ফৌঃ কাঃ বিঃ ১০৩ (২) ধারা পিআরবি ৩৭৯ (খ) বিধি
৩. জব্দকৃত মালামাল সহ থানায় উপস্থিত হয়ে অফিসার ইনচার্জ কে অবগত করতে হবে। ফৌঃ কাঃ বিঃ ১৬৮ ধারা
৪. থানার ওসি কে অবগত করে বিষয়টি জি.ডি এন্টি করবেন এবং থানার মালখান রেজিষ্টারে এন্টি করবেন এবং থানার মালখানায় সংরহ্মন করবেন। পিআরবি ৩৭৯ বিধি
৫. জব্দকৃত মালামাল সংক্রান্ত উর্ধ্বতন কর্তৃপহ্মকে অবগত করতে হবে। ফৌঃ কাঃ বিঃ ১৫০ধারা, পিআরবি ১২০ বিধি পুলিশ আইনের ২৩ ধারা
উত্তর ঃ বেওয়ারিশ সম্পত্তিঃ যে সম্পত্তির কোন ওয়ারিশ, মালিক বা দাবিদার খুজে পাওয়া যায় না বা মৃত ব্যক্তির পরিত্যাক্ত সম্পত্তি কে বেওয়ারিশ সম্পত্তি বলে। ফৌঃ কাঃ বিঃ ৫২৩ ধারা পুলিশ আইনের ২৫ ধারা পিআরবি ২৫১(১) বিধি।
সন্দিগ্ধ সম্পত্তিঃ চোরাই বলে সন্দেহযুক্ত বা আপরাধের সাথে সংশ্লিষ্ট সন্দেহজনক ভাবে পরিত্যাক্ত সম্পত্তিকে সন্দিগ্ধ সম্পত্তি বলে। ফৌঃ কাঃ বিঃ ৫৫০ ধারা পিআরবি ৩৭৯ (খ) বিধি।
নি¤œলিখিত আইনের বলে পুলিশ বেওয়ারিশ ও সন্দিগ্ধ সম্পত্তি আটক করতে পারেঃ
১. ফৌঃ কাঃ বিঃ ৫১ ধারা মোতাবেক আটক ব্যক্তির দেহ তল্লাশী করিয়া চোরাই বলিয়া সন্দেহ হইলে বা সন্দেহজনক পরিস্থিতিতে পাওয়া গেলে পুলিশ সেই সম্পত্তি আটক করিতে পারবেন। পিআরবি ৩২২ বিধি।
২. বেওয়ারিশ বা মালিক বিহীন সন্দিগ্ধ সম্পত্তি পাওয়া গেলে পুলিশ অফিসার সাহ্মীদের উপস্থিতিতে উক্ত সম্পত্তি জব্দ তালিকা মূলে জব্দ করতে পারেন । ফৌঃ কাঃ বিঃ ১০৩ (২) ধারা পিআরবি ৩৭৯ (খ) বিধি
৩. জব্দকৃত মালামাল সহ থানায় উপস্থিত হয়ে অফিসার ইনচার্জ কে অবগত করতে হবে। ফৌঃ কাঃ বিঃ ১৬৮ ধারা
৪. থানার ওসি কে অবগত করে বিষয়টি জি.ডি এন্টি করবেন এবং থানার মালখান রেজিষ্টারে এন্টি করবেন এবং থানার মালখানায় সংরহ্মন করবেন। পিআরবি ৩৭৯ বিধি
৫. জব্দকৃত মালামাল সংক্রান্ত উর্ধ্বতন কর্তৃপহ্মকে অবগত করতে হবে। ফৌঃ কাঃ বিঃ ১৫০ধারা, পিআরবি ১২০ বিধি পুলিশ আইনের ২৩ ধারা
কোন মন্তব্য নেই