Header Ads

থানা হাজতে আসামী রাখার পূর্বে কি কি নিয়ম পালন করতে হবে?

প্রশ্নঃ থানা হাজতে আসামী রাখার পূর্বে কি কি নিয়ম পালন করতে হবে?
উত্তরঃ কোন থানা বা ফাঁড়ির ভারপ্রাপ্ত অফিসার উক্ত থানা বা ফাঁড়িতে আনীত সমস্ত বন্দীর নিরাপদ হেফাজতের জন্য দায়ী থাকবেন তাই থানা হাজতে আসামী  রাখার পূর্বে নিম্নলিখিত নিয়মগুলো পালন করতে হয়ঃ



১.    ফৌঃ কাঃ বিঃ ৫১  ধারা অনুযায়ী আসামীর দেহ তল্লাশী করে তার পরিধেয় বস্ত্র ছাড়া যে সমস্ত জিনিষপত্র তার কাছে পাওয়া যাবে তার একটি তালিকা প্রস্তত করে হেফাজতে নিতে হবে। পিআরবি ৩২২ বিধি
২.    ফৌঃ কাঃ বিঃ ৫২ ধারা অনুযায়ী আসামী যদি মহিলা হয় তাহলে একজন বিশ^স্ত মহিলা দ্বারা তার দেহ তল্লাশী করতে হবে। পিআরবি ৩২২ বিধি
৩.    ফৌঃ কাঃ বিঃ ৫৩ ধারা অনুযায়ী গ্রেফতারকৃত আসামীর দেহ তল্লাশী করিয়া যদি কোন অস্ত্র পাওয়া যায় তাহলে পুলিশ অফিসার তা হেফাজতে নিতে পারবেন এবং ম্যাজিষ্ট্রেটের  কিকট প্রেরন করবেন।
৪.    আসামী অসুস্ত হলে বা গায়ে জখম থাকলে থানায় ডাক্তার ডেকে চিাকৎসার ব্যবস্থা করতে হবে।প্রয়োজনে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করতে হবে
৫.    আসামীকে থানা হাজতে রাখার পূবে তার দেহ কোন জখম থাকলে ২ জন নিরেপেহ্ম সাহ্মীকে দেখাতে হবে এবং সাধারন ডায়েরীতে বিষয়টি লিপিবদ্ধ করতে হবে। পিআরবি ৩২৮ (খ) বিধি,২৬২, ৩৭৭ ধারা, পুলিশ আইনের ৪৪ ধারা
৬.    আসামী হাজতে রাখার পূর্বে থানার সাধারন ডায়েরীতে তার অপরাধের বর্ণনা সহ হাজির করার সময় ও তারিখ উল্লেখ করতে হবে। পিআরবি ৩৭৭, বিধি, কাঃ বিঃ ১৫৪ ধারা । পুলিশ আইনের ৪৪ ধারা
৭.    আসামী আতœহত্যা করতে পারে এমন কোন জিনিষ হাজতে রাখা যাবে না। আসামী যাতে পলায়ন করতে না পারে সে জন্য দরজা ঠিক আছে কি না তা পরিহ্মা করে নিতে হবে। হাজত খানায় ভাল করে তালা লাগাতে হবে এবং হাজত খানার চাবি প্রহরীর নিকট থাকবে। পিআরবি ৩২৮ (ঘ) বিধি
৮.    আসামী জাসিনযোগ্য অপরাধ করলে বা বিনা পরোয়ানায় গ্রেফতার হলে ফৌঃ কাঃ বিঃ ৫৭(২) ৫৯(৩) ১৬৯,১৭০,৪৯৬.৪৯৭(২) উপধারা মোতাবেক জামিন দিতে হবে।
৯.    আসামীকে থানা হাজতে কোন প্রকার নির্যাতন করা যাবে না । পুলিশ আইনের ২৯(৭) ধারা, দন্ডবিধি ৩৩১ ধারা।
১০.    কোন থানায়  বা ফাঁড়ির ভারপ্রাপ্ত অফিসার উক্ত থানায় বা ফাঁড়িতে আনীত সকল বন্দীর নিরাপত্তা জিম্মার জন্য দায়ী থাকবেন। পিআরবি ৩২৫ (ক) বিধি।

কোন মন্তব্য নেই