Header Ads

গ্রেফতার কখন অবৈধ হয়? অবৈধ গ্রেফতার এর শান্তি আলোচনা করো??

গ্রেফতার কখন অবৈধ হয়? অবৈধ গ্রেফতার এর শান্তি আলোচনা করো??


১.  আমল অযোগ্য অপরাধে অভিযুক্তকে বিনা পরোয়ানায় গ্রেফতার করলে সে গ্রেফতার অবৈধ।

ফৌঃকাঃবিঃ ১৫৫
২. ফৌঃকাঃবিঃ ৫৫ ধারা অনুসারে অফিসার ইনচার্জ ব্যতীত অন্য অফিসার গ্রেফতার করলে সে গ্রেফতার অবৈধ।
৩.   আমল অযোগ্য ও জামিনযোগ্য অপরাধ সংঘটনকারীকে জনসাধারণ গ্রেফতার করলে সে গ্রেফতার অবৈধ।
ফৌঃকাঃবিঃ ৫৯(১)
শাস্তিঃ ১/জনসাধারণ কর্তৃক অবৈধ গ্রেফতারের সাজা দঃবিঃ ৩৪২ ধারা

২/ পুলিশকর্তৃক অবৈধ গ্রেফতার দঃবিঃ ২২০ ধারা

কোন মন্তব্য নেই