এক নজরে দন্ডবিধি ১৮৬০
এক নজরে দন্ডবিধি ১৮৬০
দন্ডবিধি, ১৮৬০
দন্ডবিধি ১৮৬০ সালের ৪৫ নং আইন। এই আইনে মোট ৫১১ টি ধারা আছে।
দন্ডবিধিতে উল্লিখিত অপরাধসমূহ দুই প্রকার। যথা- ১। আমলযোগ্য অপরাধ ও ২। আমলের অযোগ্য অপরাধ।
** আমলযোগ্য অপরাধের সংবাদ বা অভিযোগ থানায় গৃহীত হলে ওসি মামলা রেকর্ড করবেন। আমলযোগ্য অপরাধ ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই পুলিশ তদন্ত করতে পারে এবং আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে পুলিশ কোন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে।
** আমলের অযোগ্য অপরাধের সংবাদ থানা গৃহীত হলে ডিউটি অফিসার উহা জিডিভুক্ত করবেন এবং তদন্তের অনুমতি চেয়ে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে পুলিশ তদন্ত করতে পারে। বিশেষ কিছু ব্যতিক্রম ছাড়া আমলের অযোগ্য অপরাধের ক্ষেত্রে পুলিশ কোন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে না।
কোন মন্তব্য নেই